আবারো বার্সায় ফিরছেন রোনালদিনহো


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন তিনি বার্সেলোনায়। পাঁচ বছরের ন্যু ক্যাম্প ক্যারিয়ারে দুটি লা লিগার সঙ্গে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। ২০০৮ সালে বার্সেলোনা ছাড়া রোনালদিনহো আবারো ফিরছেন কাতালান ক্লাবটিতে।

তবে খেলোয়াড় হিসেবে নীল-মেরুন জার্সি গায়ে জড়াচ্ছেন না তিনি, এবার স্প্যানিশ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বিশ্ব জুড়ে বার্সেলোনাকে ছড়িয়ে দেওয়ার কাজ অনেক দিন ধরেই করছে কাতালান ক্লাবটি। তারই অংশ হিসেবে এবার নিউইয়র্কে নতুন অফিস খুলছে বার্সা। এ জন্য তারা সাবেক ফুটবলারকে ফিরিয়ে আনছে।

আগামী ৬ সেপ্টেম্বর পার্ক এভিনিউয়ে শুরু হচ্ছে নতুন অফিসের কাজ, সেখানেই বার্সার প্রথম দলের দূত হিসেবে কাজ করবেন বিশ্বকাপ জয়ী এই তারকা। খেলোয়াড় হিসেবে বার্সেলোনা ছাড়ার পর থেকে ফর্মহীনতায় ভোগা রোনালদিনহো সবশেষ ২০১৫ সালে খেলেছেন ফ্লুমিনেন্সের হয়ে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।