এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০২:১৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

আজ জিতলেই বাংলাদেশের মেয়েরা উঠে যাবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। এই সমীকরণ নিয়ে ‘অঘোষিত ফাইনালে’ শক্তিশালী চীনা তাইপের মুখোমুখি হয়েছিল তারা। আশানুরূপ ফলও পেয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে কৃষ্ণা রানী সরকারের দল।

সমীকরণটা এজন্য কঠিন ছিল যে চীনা তাইপের বিপক্ষে মাঠে নামার আগে দুই দলই তিন ম্যাচে জয় পেয়েছিল। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট (৯) নিয়েও তালিকার দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। তাই তাইপের বিপক্ষে ড্র কিংবা হারলেই বিপদ! তাকিয়ে থাকতে হতো গ্রুপের শেষ ম্যাচের দিকে। ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। সেটা আর করতে হলো না কৃষ্ণা-সানজিদাদের। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেলো বাংলাদেশ।

চীনা তাইপের বিপক্ষে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। সু ইউ-হুসানের লক্ষ্যভেদে লিড নিয়েছিল তাইপে। খেলার ২৬ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় সামসুন্নাহার। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটিও করেছে সে। ৩৭ মিনিটে তাইপের জাল কাঁপায় সামসুন্নাহার (২-১)।

৫৬ মিনিটে অনুচিংয়ের ক্রোস ধরে সফরকারীদের জালে বড় জড়ায় বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা। বাঁ পায়ের জোরালো শটে পরাস্ত করেছে তাইপের গোলরক্ষককে। আর ৭৯ মিনিটে আত্মঘাতী গোল বাংলাদেশ এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। এ সময়ে মারজিয়ার শট রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে বল জড়ায় তাইপের খেলোয়াড়। ম্যাচের অন্তিমলগ্নে (৮৭ মিনিটে) ব্যবধান কমায় তাইপের মাঝমাঠের প্রাণভোমরা জৌ ইয়ু ইয়ু (৪-২)।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।