ভেনেজুয়েলার বিপক্ষে নেই মেসি


প্রকাশিত: ০৩:১১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

আর্জেন্টিনার পক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলার কথা ছিল মেসির। কুঁচকির সমস্যা নিয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে জয় এনে দিলেও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে অধিনায়ককে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে।
 
অবসর ভেঙে  ইনজুরি নিয়েই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামেন মেসি। ইনজুরিকে জয় করে পুরো ম্যাচে দুর্দান্ত খেলে গোল করে দলকেও এনে দেন দুর্দান্ত জয়।
 
এদিকে অবস্থা গুরুতর হলেও চোটকে জয় করে ভেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে হতে যাওয়া ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ১৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্জেন্টিনা।
 
শুক্রবার অনুশীলন শেষে বাউসা বলেন, `সে (মেসি) খেলতে পারবে না। (তাকে নিয়ে) আমরা কোনোরকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই তার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।`

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।