আপাতত হচ্ছে না মিনি আইপিএল


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

আইপিএলের ব্যাপক জনপ্রিয়তা দেখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর পরিকল্পনায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো দেশে মিনি আইপিএলে আয়োজন করার। তবে বিসিসিআই সিদ্ধান্ত নিলো, আপাতত মিনি আইপিএল আর হচ্ছে না।  

আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করতে সেখানেই হওয়ার কথা ছিল মিনি আইপিএল; কিন্তু বিসিসিআই আপাতত সেটা স্থগিত রাখছে। মার্কিন মুলুকের বাজার ধরতে এমন কোনও ভেন্যু পেতে চাইছে বিসিসিআই যাতে ভারতের সমর্থকরাও মিনি আইপিএল দেখা থেকে বঞ্চিত না হন; কিন্তু আমেরিকার টাইম জোনই ভাবাচ্ছে বিসিসিআইকে।

বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এ সমস্যার কথাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে সময়ের পার্থক্যটা বুঝতে হবে। ভারতে আইপিএল দেখা হয় সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা কিংবা ১১.৩০টা পর্যন্ত। সে কারণে আমাদের এমন কোনও জায়গায় এই খেলা আয়োজন করতে হবে যেখানে সময়ের এতটা পার্থক্য হবে না। যুক্তরাষ্ট্রের পূর্ব প্রান্তের কথা ভাবা হচ্ছে।’

আরও বেশ কিছু সমস্যা রয়েছে আমেরিকায় আইপিএল আয়োজনের। তিনি বলেন, ‘যদি আমরা এখানে দিনে ম্যাচ খেলি তা হলে ভারতে রাতে দেখা যাবে। কারণ ব্রডকাস্টিং খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে, দেশের বাইরে ভারতের খেলা হচ্ছে সেটা দেশের ফ্যানরা দেখতে পারবে না। তাই এটা দেখতে হচ্ছে ইউএসএ-র কোন অংশে খেলা হলে এই সমস্যা মিটবে।’

গত জুনে বিসিসিআই এই মিনি আইপিএল-এর কথা ভেবেছিল। ভাবা হয়েছিল সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন করা যাবে; কিন্তু সময়ের ঝামেলায় আপাতত আটকে গেলো মিনি আইপিএল। ‘আইপিএল দেশেই হবে; কিন্তু বাজার ধরতে আর কী করা যায় সেটাই ভাবতে হবে। আমেরিকায় এ নিয়ে এর মধ্যেই ভাবনা-চিন্তা করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিয়েই আসতে হবে।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।