ব্রাজিলের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

প্রায় ৩৩ বছর কেটে গেলো, ইকুয়েডরের রাজধানী কিটোতে এখনো জয়ের মুখ দেখেনি ব্রাজিল। আজ বৃহস্পতিবার রাত ৩টায় (বাংলাদেশ সময়) সেই কিটোতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেকাওরা। ৩৩ বছরের সেই ইকুয়েডর রহস্য কাটাতে পারবেন কি নেইমাররা?

অলিম্পিকে প্রথমবারের মতো ব্রাজিলকে সোনা এনে দেয়া দলের বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন ইকুয়েডরের বিপক্ষে স্কোয়াডে। কিটোতে জয় খরা কাটাতে এই দলের ওপর ভরসা রাখছেন সেলেকাওদের কোচ তিতে। তাই  নেইমাররা চাইবেন, নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ব্রাজিলকে জয় এনে দিতে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানি আলভেজ, মিরান্ডা, মারকুইনোস, মার্সেলো, ক্যাসেমিরো, রেনেতো অগুস্তো, পাওলিনহো, উইলিয়ান, নেইমার ও গ্যাব্রেইল।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।