জাতীয় দলে আরো ভয়ঙ্কর হবেন মেসি


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

আর্জেন্টিনার জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। আকাশী-নীল জার্সিতে ১১৩ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৫৫ গোল। তবে টানা তিন ফাইনালে দলকে সেরা সাফল্য এনে দিতে পারেননি। এর জন্য অভিমান করে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভাগ্যিস, অবসর ভেঙে আবারো আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন মেসি। এবার আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন মেসি। কীভাবে?

জাতীয় দলে আগের কোচদের অধীনে ফলস নাইনে খেলেছেন মেসি। যেখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে আটকাতে সক্ষম হয়েছেন! কোপা আমেরিকার ফাইনালে চিলির ৯ জন খেলোয়াড় আর্জেন্টিনার অধিনায়ককে আটকাতে দেখা গেছে।

জেরার্ডো মার্টিনোর বিদায়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন এদয়ার্দো বাউজা। মেসিকে জাতীয় দলে ফেরাতে যার ভূমিকা অসামান্য। বার্সা ফরোয়ার্ডকে স্বাধীনভাবে খেলতে দিতে আগ্রহী তিনি। ফলস নাইন নয়, মেসি যেখানে খেলতে পছন্দ করেন, সেখানেই খেলতে দেবেন তিনি।

আর্জেন্টিনার নতুন কোচ এদয়ার্দো বাউজা বলেছেন, ‘মেসিকে ফলস নাইনে খেলাব না। কারণ কোপায় বেশ কয়েক জন মিলে ঘিরে ফেলছিল মেসিকে। কোনো নির্দিষ্ট পজিশনে নয়, মুক্তভাবে খেলতে দেয়া হবে মেসিকে।’

আর্জেন্টিনাকে যদি আরো বেশি আক্রমণ তৈরি করতে হয়, তাহলে মেসিকে স্বাধীনভাবে খেলতে দিতে হবে। যেমনটা করছে বার্সেলোনা! সাফল্য পাচ্ছে কাতালান ক্লাবটি। বাউজাও হয়তো সেই পথেই হাঁটবেন।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।