যে চ্যানেলে দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ


প্রকাশিত: ০৯:১১ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

ব্রাজিল-আর্জেন্টিনার বাড়তি আগ্রহ আছে বাংলাদেশে। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ মাঠে নামছে এই দুই দল। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর আর আর্জেন্টিনার উরুগুয়ে।

বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। খেলা ইকুয়েডরের মাঠে। ইকুয়েডর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বলেই নয়; এখান থেকে গত ৩৩ বছরে ম্যাচ জিতে ফিরতে পারেনি ব্রাজিল। নেইমারদের সামনে তাই কঠিন এক পরীক্ষা। বাছাই পর্বে আগের ছয় ম্যাচের মাত্র দুটি জিতেছে ব্রাজিল। তিনটি ড্র। ৯ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা কোচ হিসেবে অভিষেক হবে এদগার্দো বাউজারও। ম্যাচটি বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে পাঁচটায়। এই ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে আর্জেন্টিনা।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।