প্রয়োজনে ফুটবল খেলবো : আকরাম খান


প্রকাশিত: ০২:০৪ পিএম, ৩১ আগস্ট ২০১৬

সাবেক ক্রিকেটারদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ওয়াল্টন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আসর; কিন্তু বৃষ্টির কারণে এ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। তবে এতদূর এসে না খেলে যাবেন না আকরাম-দুর্জয়-সুমন-পাইলটরা। ওভার কেটে (কার্টেল ওভার)  খেলার চেষ্টা করবেন যদি তাও না হয়, তাহলে ফুটবল খেলেই ঢাকায় ফিরবেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ইস্পাহানি চিটাগং মাস্টার্সের অধিনায়ক আকরাম খান বলেন, ‘উপভোগ করার অনেক জায়গা আছে। যেমন ১৬ ওভারের ম্যাচ। যদি ১৬ ওভার খেলা না হয়, তাহলে কমাতে কমাতে শেষপর্যন্ত ছয় ওভারের ম্যাচ খেলবো। তাও যদি না হয় প্রয়োজনে আমরা ফুটবল খেলবো।’

বুধবার প্রায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। কখনো মুশলধারে আবার কখনো বা গুঁড়ি গুঁড়ি। বৃহস্পতিবার বৃষ্টি না হলেও শেখ কামাল স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় আউটফিল্ড ভেজা থাকার সম্ভবনা বেশি। তাই শেষ পর্যন্ত কতটুকু ক্রিকেট খেলতে পারবেন সাবেক তারকারা, তা নিয়ে ভাবছেন না তারা। সবার সঙ্গে পুনর্মিলনকেই বড় করে দেখছেন আকরাম, দুর্জয়, সুমন, সুজনরা।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।