অভিষেকে ভালো করতে চান বাংলাদেশ কোচ


প্রকাশিত: ১২:৪২ পিএম, ৩১ আগস্ট ২০১৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেয়ার পর শিষ্যদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন টম সেন্টফিট। এখনো পর্যন্ত তাদের নিয়ে কোনো ম্যাচে অংশ নেননি বেলজিয়ান এই কোচ। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে তার। বাংলাদেশের কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে ভালো করতে চান সেন্টফিট।

ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে অফের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছেন সেন্টফিট। প্রীতি এই ম্যাচে ড্র করলেই সন্তুষ্ট হবেন তিনি। জয় পেলে তো কথাই নাই।

এদিকে, মালদ্বীপকে সমীহ করে বেলজিয়ান এই কোচ বলেন, ‘আমরা জানি, মালদ্বীপ খুবই ভালো দল। খুব দ্রুত উন্নতি করছে তারা। মালদ্বীপের বিপক্ষে গত বছরই বাংলাদেশ ১-৩ গোলে হেরেছিল। তবে আমরা ভালো ফলের জন্য সম্ভব সবকিছুই করতে চাই। ম্যাচটি ড্র হলে আমি সন্তুষ্ট থাকব। জিতে গেলে তো খুবই ভালো হয়। স্বাভাবিকভাবেই জয় পাওয়াটা দুর্দান্ত ফল।’

তবে মনের মধ্যে জয়টাইকেই ধারণ করছেন সেন্টফিট। প্রথম ম্যাচ বলে কথা। বাংলাদেশের কোচের ভাষায়, ‘মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কোচ হিসেবে আমার প্রথম ম্যাচ। এটিতে ভালো করতে চাই। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি প্রস্তুতিমূলক। সবচেয়ে বড় কথা এই ম্যাচে আমরা ভুটান ম্যাচের প্রস্তুতি নেব। সেই ম্যাচের জন্য কৌশল তৈরি করব। ভুটানের বিপক্ষে আমাদের জিততেই হবে। তবে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিতেও খারাপ করা চলবে না।’

প্রসঙ্গত, মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে সোমবার রাতেই মালে পৌঁছেছে জাতীয় দল। ওই ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ১০টায়।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।