মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সূচি


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ৩১ আগস্ট ২০১৬

প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। জাতীয় দল, ‘এ’ দল ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে পাঁচ বছর খেলেছেন এমন সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এ আসর।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপপর্ব ও সেমিফাইনালের দুটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। ছয় দলকে দুই গ্রুপে বিভক্ত করে হচ্ছে এ টুর্নামেন্ট।

এরপর ৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে। কৃত্রিম আলোয় সন্ধ্যা সাতটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স, ইস্পাহানি চিটাগং মাস্টার্স, জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স, কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স, জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স, রেনেসা রাজশাহী মাস্টার্স।

ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সূচি:

১ সেপ্টেম্বর: দুপুর ২টা

রেনেসা রাজশাহী মাস্টার্স বনাম কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স (গ্রাউন্ড-১)
জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স বনাম ইস্পাহানি চিটাগং মাস্টার্স (গ্রাউন্ড-২)

২ সেপ্টেম্বর: সকাল ৯টা

জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স বনাম ইস্পাহানি চিটাগং মাস্টার্স (গ্রাউন্ড-১)
লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স বনাম রেনেসা রাজশাহী মাস্টার্স (গ্রাউন্ড-২)

২ সেপ্টেম্বর: দুপুর ২টা

কনফিডেন্স গ্রুপ ঢাকা মেট্রো মাস্টার্স বনাম লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স(গ্রাউন্ড-১)
জাজ ভূঁইয়া ঢাকা ডিভিশন মাস্টার্স বনাম জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স (গ্রাউন্ড-২)

৩ সেপ্টেম্বর: সকাল ৯.৩০ মিনিট

প্রথম সেমিফাইনাল:  গ্রুপ- এ (গ্রাউন্ড-১)
দ্বিতীয় সেমিফাইনাল:  গ্রুপ- বি (গ্রাউন্ড-২)

৬ সেপ্টেম্বর: সন্ধ্যা ৭টা

ফাইনাল: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।