মধ্য বাড্ডায় বাসে আগুন


প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

রাজধানীর মধ্য বাড্ডা লিংক রোডের প্রাণ-আরএফএল ভবনের অপর প্রান্তে অনাবিল সুপার (ঢাকা মেট্রো ব- ১৪-৩৫৩৩) নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে গাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ-আরএফএল ভবনের নিজস্ব দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হতে পারিনি।

প্রতক্ষ্যদর্শী শামসুদ্দীন জানান, রাত পৌনে নয়টার দিকে অনাবিল সুপারের বাসটি প্রাণ-আরএফএল ভবনের রাস্তার অপর প্রান্তে রামপুরার দিকে যাওয়ার সময় কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় তাড়াহুড়ো করে যাত্রীরা নেমে যাওয়ায় সবাই প্রাণে রক্ষা পেয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পরপরই প্রাণ-আরএফএল ভবনের নিজস্ব দমকল বাহিনী প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বাড্ডা থানা পুলিশের এসআই শাহাজাহান জাগো নিউজকে জানান, যাত্রীবেশে কে বা কাহারা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমএএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।