মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দলে নেই মামুনুল


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৯ আগস্ট ২০১৬

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগে ভুটানের বিপক্ষে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ১ সেপ্টেম্বর মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ সোমবার ওই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত সেই স্কোয়াডে নেই মামুনুল ইসলাম। ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি।
অধিনায়ক মামুনুলের বাদ পড়া সম্পর্কে জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘অন্য কোনো কারণে নয়, ইনজুরির জন্য মামুনুল বাদ পড়েছেন।’

এদিকে, মামুনুল ছাড়াও কার্ডের খাড়ায় কাঁটা পড়া জামাল ভূঁইয়াও নেই স্কোয়াডে। এ ছাড়া বাফুফের ঘোষিত সেই ২৩ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ কয়েকজন ফুটবলারের। তাদের মধ্যে রয়েছেন জুয়েল রানা, আতিকুর রহমান মিশু, আমিনুর রহমান সজীব। দলের নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সেন্টু চন্দ্র সেন, দিদারুল আলম, মোহাম্মদ আব্দুল্লাহ ও জাফর ইকবাল।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ফুটবল দল:  হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রেজাউল করিম, ওয়ালি ফয়সাল, শাখাওয়াত হোসেন রনি, সোহেল রানা, ইমন মাহমুদ, শহিদুল আলম, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মণ, মামুন মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক শরীফ আরিফুল ইসলাম, প্রাণোতোষ কুমার দাস, সোহেল রানা-২, দিদারুল আলম, সেন্টু চন্দ্র সেন, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, ইয়ামিন আহমেদ মুন্না ও জাফর ইকবাল।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।