এবার সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৯ আগস্ট ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ পারফর্ম করছে বাংলাদেশের মেয়েরা। এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল তারা। এবার সিঙ্গাপুরকে  ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিলো কৃষ্ণা রানী সরকারের দল।

আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখেছে তারা। বারবার আক্রমণ শানিয়ে আদায় করে নিয়েছে পাঁচটি গোল। দিশেহারা সিঙ্গাপুর শোধ দিতে পারেনি একটি গোলও।

খেলার ৩৮ মিনিটে গোলমুখ উন্মোচন করে কৃষ্ণা রানী। সানজিদার উড়িয়ে দেয়া বলটি দুর্দান্ত এক হেডে সিঙ্গাপুরের জালে জড়ায় বাংলাদেশের অধিনায়ক। স্বাগতিক দলের গোল ব্যবধান দ্বিগুণ করেছে ওই কৃষ্ণাই। ৪৭ মিনিটে মার্জিয়ার পাস ধরে লক্ষ্যভেদ করেছে তিনি।  

৮৩ ও ৯০ মিনিটে জোড়া গোল করেছে অনুচিং মগিনি। এর মাঝে ৮৬ মিনিটে সিঙ্গাপুরের জাল কাঁপায় মৌসুমী। আগামী ৩১ আগস্ট কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।