আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন আগুয়েরো


প্রকাশিত: ০২:১২ পিএম, ২৯ আগস্ট ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় রোববার রাতে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন সার্জিও আগুয়েরো। এর জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেলেন আগুয়েরো। বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় ) উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এমনটাই জানিয়েছেন হারনান ক্যাসটিলো।

ক্যাসটিলো টুইটারে জানান, ‘ইনজুরিতে পড়েছেন সার্জিও আগেুয়েরো। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের আর্জেন্টিনার হয়ে অংশ নিতে ইংল্যান্ড থেকে আসতে পারবে না সে। নির্বাচকদের এখন ভাবতে হচ্ছে। তবে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন!’

আগুয়েরোর ইনজুরির কারণে কপাল খুলতে পারেন গঞ্জালো হিগুয়েনের। কেননা নাপোলির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর জুভেন্টাসে পাড়ি জমানো হিগুয়েনই আগুয়েরোর মতোই অভিজ্ঞ। তাই আর্জেন্টিনার নতুন কোচ এদয়ার্দো বাউজা তাকে দলে ডাকতে পারেন।

বিশ্বকাপ বাছাইপর্বের (লাতিন আমেরিকা অঞ্চল) পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৬ ম্যাচ শেষে তাদের অর্জন ১১ পয়েন্ট। এর মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে, ২টিতে হেরেছে। আর ড্র নিয়ে মাঠ ছেড়েছে এক ম্যাচে। তালিকার শীর্ষে রয়েছে উরুগুয়ে। সুয়ারেজদের সঞ্চয় ১৩ পয়েন্ট।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।