সানরাইজার্সকে চ্যাম্পিয়ন করা ওয়ার্নারকেই অধিনায়ক চান বেইলি


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৯ আগস্ট ২০১৬

স্টিভেন স্মিথের অধিনায়কত্বে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। এতে স্মিথের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে অসি বোর্ড! নইলে কি আর ফর্মে থাকা ব্যাটসম্যানকে (স্মিথ) হঠাৎ বিশ্রামে পাঠানো হয়? অধিনায়কত্বের দায়িত্বটা দেয়া হয় ডেভিড ওয়ার্নারকে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করা ওয়ার্নারকেই অধিনায়ক হিসেবে পছন্দ সতীর্থ জর্জ বেইলির।

ভারপ্রাপ্ত অধিনায়কের (ওয়ার্নার) নেতৃত্বে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে! পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের চেয়ে অসিরা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। দলনেতা ওয়ার্নারের প্রশংসায় বেইলি বলেন, ‘আমি মনে করি, ডেভি (ওয়ার্নার) একজন সহজাত নেতা। দলনেতা হিসেবে ম্যাচের হাল ধরতে পারে। একটি দল হিসেবে আমরা তার সঙ্গে আলোচনা করতে পারি। যেমনটা কোচের সঙ্গে করে থাকি। আগ্রাসী মনোভাব রয়েছে তার।’

অস্ট্রেলিয়ার নেতৃত্বে ওয়ার্নারকে ভালো মানাবে বলে মনে করেন বেইলি। বলেন, ‘বোলারদের সঙ্গে যখন আলোচনা করে, তখন সবকিছু পরিষ্কার করে দেয় ডেভি। সে বিষয়গুলো সবার জন্য সহজ করে দেয়। একজন অধিনায়ক হিসেবে যা যা থাকা দরকার, সবকিছুই ওয়ার্নারের মধ্যে রয়েছে।  আমি মনে করি, এই দায়িত্বে তাকে ভালো মানায়।’
 
এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।