ইংল্যান্ড দল ঘোষণা


প্রকাশিত: ০৯:০৭ এএম, ২৯ আগস্ট ২০১৬

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়া নতুন ম্যানেজার স্যাম অলড্রিচ। ঘোষিত  ২৩ সদস্যের দলে প্রথমবারের মত ডাকা হয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার মাইকেল অ্যান্তোনিও।

নতুন ম্যানেজার পেপ গার্দিওলার অধীনে সিটির প্রথম দলে সুযোগ না পেলেও অলড্রিচের দলে মূল গোলরক্ষক হিসেবে জো হার্টই রয়েছেন। এদিকে নতুন করে ডাক পেয়েছেন লিস্টার সিটির মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটার, এভারটনের ডিফেন্ডার ফিল জাগেইলকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শ ও আর্সেনালের থিও ওয়ালকট।

এখনো পর্যন্ত অবশ্য অলড্রিচ দলীয় অধিনায়কের নাম ঘোষনা করেননি। ইউরোতে দলকে নেতৃত্ব দেয়া ওয়েইন রুনি অবশ্য দলে রয়েছেন। ইংল্যান্ডের হয়ে রেকর্ড সংখ্যক গোলের মালিক রুনিকে হজসন ফ্রান্সে সেন্ট্রাল মিডফিল্ডে খেলালেও হোসে মরিনহো আবারো তাকে আক্রমনভাগের দায়িত্ব দিয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর গ্রুপ-এফ এর বাছাইপর্বে ট্রানাভাতে ইংল্যান্ড স্লোভাকিয়ার মুখোমুখি হবে।

স্কোয়াড :
গোলরক্ষক: জো হার্ট, ফ্রেজার ফরস্টার, টম হিটন।

ডিফেন্ডার: গ্যারি কাহিল, নাথানিয়েল ক্লাইনি, ফিল জাগিয়েলকা, ড্যানি রোজ, লুক শ, ক্রিস স্ম্যালিং, জন স্টোনস, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ড্যালি আলী, মাইকেল অ্যান্তোনিও, এরিক ডায়ার, ড্যানি ড্রিংওয়াটার, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম লাল্লানা, ওয়েন রুনি, রাহিম স্টার্লিং, থিও ওয়ালকট।

ফরোয়ার্ড: ড্যানিয়েল স্টারিজ, জেমি ভার্ডি, হ্যারি কেন।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।