বার্সা গোলরক্ষকের নতুন রেকর্ড


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৯ আগস্ট ২০১৬

শিরোপা ধরে রাখার মিশনে লা লিগার দ্বিতীয় ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। আর এ ম্যাচে গোলরক্ষক হিসেবে ৫১টি পাস দিয়ে ১০ বছর আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন।  

মার্ক-আন্দ্রে টার স্টেগেনের ৫১ পাসের ৮২.৩ শতাংশ ছিল সঠিক পাস। আগের রেকর্ডটি ছিল বার্সার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেসের।

অথচ গত দুই বছরের ক্যারিয়ারে ব্রাভোর জন্য লা লিগায় ম্যাচই খেলতে পারতেন না টার স্টেগেন।  এদিন বার্সার ক্যারিয়ারের অষ্টম লিগ ম্যাচ খেলেন। আর চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই স্টেগেন বুঝিয়ে দিলেন বার্সার গোল বারের দায়িত্ব সামলাতে তিনি প্রস্তুত।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।