ডার্বি ম্যাচে নিষেধাজ্ঞার মুখে আগুয়েরো


প্রকাশিত: ০৭:১২ এএম, ২৯ আগস্ট ২০১৬

ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ ম্যাচে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ম্যানসিটির তারকা খেলোয়াড় সার্জিও আগুয়েরোর।

রোববার ওয়েস্ট হ্যামের এক খেলোয়াড়কে কনুই দিয়ে গুঁতো মারে সার্জিও আগুয়েরো। বিষয়টি মাঠে রেফারি আন্দ্রে মেরিনারের চোখে পড়েনি। তবে  টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা যায় ম্যাচের ৭৬ মিনিটে ওয়েস্টহাম সেন্টারব্যাক উইন্সটন রেইডকে কনুই দিয়ে গুঁতো দেন আগুয়েরো।

এর জের ধরেই আগুয়েরোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পর্যারোচনা করে দেখছে এফএ। চূড়ান্ত সিদ্ধান্তটা কী হবে সেটিই এখন দেখার বিষয়! এক ম্যাচে নিষিদ্ধ হলেও ম্যানইউর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা স্ট্রাইকারকে পাবে না ম্যানসিটি।

উল্লেখ্য, আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।