কোচের ঘোষণা না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করলেন বিসিবি সভাপতি


প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৮ আগস্ট ২০১৬

বিকাল থেকেই মিরপুরের ক্রিকেট পাড়ায় গুঞ্জন, রাতে মাশরাফি-মুস্তাফিজদের বোলিং কোচের ঘোষণা দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের মোবাইল ক্ষুদে বার্তার মাধ্যমেও নিশ্চিত হওয়া গেলো- রাতে কোচের নাম ঘোষণা করছেন বিসিবি সভাপতি।

গুলশানস্থ নিজের বাড়িতেই সংবাদ সম্মেলন ডাকেন তিনি। বিসিবি সভাপতি কোচের নাম ঘোষণা করবেন, এ কারণে গুঞ্জণ ছড়িয়ে পড়ে, তাহলে কে হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ। অ্যালান ডোনাল্ডের নামই বেশি শোনা যাচ্ছিল। কোনো কোনো টিভি তো ব্রেকিং হিসেবে কোচের নাম অ্যালান ডোনাল্ড ঘোষণা দিয়ে ফেলেছিলেন। কেউ কেউ কোর্টনি ওয়ালসের নামও জানালো।
 
শুরু হলো ক্রিকেট রিপোর্টারদের তীর্থের কাকের মতো অপেক্ষার পালা। শেষ পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষা শেষে রাত ৯.৩৮ মিনিটে নিজের বাসায় সংবাদ সম্মেলন শুরু করেন বিসিবি সভাপতি। সম্মেলনে আফগানিস্তানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন তিনি; কিন্তু বোলিং কোচের নাম ঘোষণা না করেই সংবাদ সম্মেলন শেষ করেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা যাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার কথা বলছি, তিনি যেখানে দায়িত্ব পালণ করছেন, সেখানে পদত্যাগ পত্র জমা দেননি। পদত্যাগপত্র জমা দিলে তো টেকনিক্যাল সমস্যা হবে। এ কারণে আমরাও দু’তিন অপেক্ষা করবো নাম ঘোষণা করবো।’

সেই কবে থেকে বোলিং কোচের নাম ঘোষণা করার কথা বলে আসছিল বিসিবি। আকিব জাভেদের নামও একবার জানানো হয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণা দু’দিন পর দেবে বলা হয়েছিল; কিন্তু সেটা আর হয়নি। এরপর বিসিবি আরও কয়েকবার জানিয়েছিল দু’দিন পর, তিনদিন পর কোচের নাম ঘোষণা করা হচ্ছে। শেষ পর্যন্ত নিজেদের দেয়া কথাই রাখতে পারলো না বিসিবি।

আইএইচএস/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।