নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। নোফোয়াক্স আই নামে একটি হ্যাকিং গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে।
www.ecs.gov.bd এবং www.ec.org.bd ঠিকানার ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, একটি বিপদজনক সতর্কতার ছবি। নিচে লেখা রয়েছে ‘All government has been corrupted by the introduction of socialism, lies, and corruption. As a consequence, it matters not which political party is in power, since the system of government originally established to have capitalism, which has had a great fall , and is broken beyond repair. We can not trust our politicians , to act in our best interest or leaders who govern our laws.’
রোববার রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কমিশনের উল্লেখিত সাইটটি হ্যাকড অবস্থায় রয়েছে। এর আগে গত বছর ১৯ জুন একই হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাক করে।