আফগানিস্তানকে পাত্তাই দিচ্ছেন না আল-আমিন


প্রকাশিত: ১০:২০ এএম, ২৮ আগস্ট ২০১৬

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই বাংলাদেশ। প্রায় ছয় মাস পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। তাই দীর্ঘ বিরতির প্রভাব থেকে বের হয়ে আসতে আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড সিরিজের আগেই সংক্ষিপ্ত সফরে তিনটি ওয়ানডে খেলতে আসছে আফগানরা। তবে তাদের নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অন্যতম সেরা পেসার আল-আমিন হোসেন। জানালেন, ‘ওরা আমাদের কাছে পাত্তাই পাবে না।’

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দলের হয়ে অনুশীলন করতে আসেন আল-আমিন। অনুশীলন শেষে বিসিবি কার্যালয়ে তিনি বলেন, ‘আমরা এক বছর ধরে ভালো ক্রিকেট খেলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা ক্রিকেটের বাইরে। আর ওরা (আফগানিস্তান) খেলছে। তবুও আমাদের বিশ্বাস ওরা আমাদের কাছে পাত্তাই পাবে না। আমাদের বড় চ্যালেঞ্জ ওদেরকে সবগুলো ম্যাচ হারানো ও যতগুলো ম্যাচ আছে সেগুলোতে ভালো করা। তাহলে ইংল্যান্ড আসার আগে তা বড় প্রাপ্তি হবে, অভিজ্ঞতা বাড়বে।’

যদিও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি আফগানিস্তান সিরিজ। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হলেও অফিসিয়ালি কিছু জানানো হয়নি বলে জানান আল-আমিন। তবে সিরিজ হলে একে দেখছেন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে। এ সিরিজে ভালো খেলেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান তারা।

‘আমরা এখনো অফিসিয়ালি কোনো কিছু জানি না যে আফগানিস্তান আসবে কি আসবে না। যদি আসে তাহলে চ্যালেঞ্জও বলতে পারেন আবার প্রস্তুতির ভালো মঞ্চও বলতে পারেন। ওরা ভালো ক্রিকেট খেলছে। অন্যদিকে আমরা অনেক দিন ক্রিকেট থেকে বাইরে। এজন্য আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ভালো।’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের।

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।