ইংল্যান্ডের আগে আসছে আফগানিস্তান


প্রকাশিত: ০২:৫৭ এএম, ২৮ আগস্ট ২০১৬

ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার আনন্দের রেশ কাটতে না-কাটতেই শোনা গেল আরেকটি সুখবর। ইংল্যান্ডের আগে আগামী মাসে বাংলাদেশ দলের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলতে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার আজিজ ঘারওয়াল এ নিয়ে ক্রিকইনফোকে বলেন, `আগামী মাসে একটি সিরিজ খেলার ব্যাপারে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করছি। তবে দুই বোর্ডের মধ্যে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি।`

আজিজ ঘারওয়াল আরও বলেন, সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। আর চূড়ান্ত হলে দ্রুতই ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে।

যদি আফগানিস্তান সিরিজ চূড়ান্ত হয় তাহলে ২০১৫ সালের নভেম্বরের পর এটাই হবে বাংলাদেশের প্রথম ওয়ানডে। চলতি বছর তারা শুধু টি-টোয়েন্টিই খেলেছে, যার সর্বশেষটি ছিল গত মার্চ মাসে।

উল্লেখ্য, ওয়ানডেতে এর আগে দুবার মুখোমুখি হয়ে দুই দলই জয় পেয়েছে একটি করে। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।