বাড়িতে অবসর কাটাচ্ছেন মোস্তাফিজ


প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৭ আগস্ট ২০১৬

লন্ডন থেকে বাম কাঁধে অস্ত্রোপচার করিয়ে দেশে ফেরার পর এখন মোস্তাফিজ অবস্থান করছেন সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে। কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজের বাড়িতে কাটছে তার অখণ্ড অবসর। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নানী এবং ভাবির সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন তিনি।

মোস্তাফিজের ভাই মোখলেছুর রহমান পল্টু জাগো নিউজকে জানান, ‘মোস্তাফিজ এখন সুস্থ রয়েছেন। বাড়িতে অবসর সময় পার করছেন। বিভিন্নস্থান থেকে ভক্তরা তার সঙ্গে দেখা করতে আমাদেও বাড়িতে আসছেন। তবে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, বাড়িতে ভিড় না করার জন্য। কারণ, ইনজুরি থেকে সেওে ওঠার জন্য তার নিরিবিলি পরিবেশে থাকা প্রয়োজন।’

মোখলেসুর রহমান পল্টু জানিয়েছেন, আগমী ৩১ আগস্ট ঢাকা ফিরে যাবেন মোস্তাফিজ। পল্টু আরো বলেন, ‘মোস্তাফিজ বাড়ীতে আসার পর একদিনও বাইরে যায়নি। খাওয়া-দাওয়া আর ঘুমের মধ্যে সময় পার করছেন। কিছুটা সময় মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের সাথে গল্প করে সময় কাটাচ্ছেন।’

মোস্তাফিজের বাবা আলহাজ্ব আবুল কাশেম বলেন, ‘আপনারা দোয়া করবেন মোস্তাফিজ যেন দ্রুত সুস্থ হয়ে আবারো খেলায় ফিরে দেশের মুখ উজ্জল করতে পারে।’

মোস্তাফিজের সেবা-শশ্রুষায় সর্বদা নিয়োজিত রয়েছেন তার বাল্যবন্ধু মোহাম্মদ হাফিজ। জাগো নিউজকে তিনি বলেন, ‘বন্ধু হিসেবে তার প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে। এ কারণে সার্বক্ষণিক তার খোঁজ-খবর নেয়া থেকে শুরু করে কখন কী প্রয়োজন হয়- সবই দেখার চেষ্টা করছি। আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।’

আকরামুল ইসলাম/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।