‘ইংল্যান্ড কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করে না’


প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৬ আগস্ট ২০১৬

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড। বৃহস্পতিবার গভীর রাতে টুইটারে এ সফরের নিশ্চয়তার কথা জানায় তারা। আর এতে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইংল্যান্ড কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করে না বিধায় বাংলাদেশ সফরে আসছে বলে মনে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার নিজ বাসভবনে পাপন বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাতেই চাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে। আপনারা আগেও দেখেছেন অস্ট্রেলিয়া যখন আসেনি, ইংল্যান্ড তখন তাদের দল পাঠিয়েছে। ভারতেও একটা সিরিজ চলা অবস্থায় যখন হামলা হলো তখন তারা একবারেই চলে আসেনি, একটা দল গেছে আরেকটা দল খেলে এসেছে। ওরা কখনই সন্ত্রাসের কাছে মাথা নত করার লোক না।’

এর আগে ২০০৫ সালে লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড ট্রেন ও একটি বাসে আত্মঘাতী হামলা হয়। সে সময় ইংল্যান্ডেই ছিলেন পাপন। সে ঘটনার পর জনসাধারণের স্বাভাবিক আচরণ দেখেছিলেন তিনি। আর তা থেকেই তার বিশ্বাস ছিল বাংলাদেশে আসবে ইংল্যান্ড।

‘সব সময়ই মনের মধ্যে ধারণা ছিলো ইংল্যান্ড আসবে। ইংল্যান্ড এমন একটা দেশ, সর্বশেষ লন্ডনে যেখানে বোমা হামলা হলো আমি তখন সেই হোটেলের পাশেই ছিলাম। পরের দিন আমি দেখেছি সবকিছুই স্বাভাবিক মানুষের মধ্যে ভয়ের কিছু ছিলো না।’

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। সে সময় অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে দল না পাঠালেও দল পাঠিয়েছিল ইংল্যান্ড।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।