‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’ প্রতিযোগিতা সম্পন্ন


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৬ আগস্ট ২০১৬

দেশের বন্যা দুর্গতদের মাঝে  বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল আয়োজন করেছে ‘প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন’ প্রতিযোগিতা। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে (৩০০ফুট) ৫ কি.মি. হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, বিপণন প্রধান আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়েরসহ প্রায় দুই হাজার প্রতিযোগী।  

 উপস্থিত প্রতিযোগীদের সমান সংখ্যক বোতল পানি বন্যা দুর্গতদের মাঝে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রাণ –আরএফএলের এ বিশেষ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য এটি একটি ভালো উদ্যোগ। মানুষকে সাহায্য করার এ প্রতিযোগিতায় সবার সম্পৃক্ততা দেখে ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘শরীরকে সুস্থ রাখতে হাঁটার বিকল্প নেই। নিয়ম করে প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হাঁটা উচিত। অনেকেই সকালে হাঁটতে বের হন। তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারি।’

অনেক শঙ্কা থাকলেও আগের দিন গভীর রাতে বাংলাদেশ সফর নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই এদিন সকালে উপস্থিত প্রতিযোগীদের এ সুসংবাদ দিয়ে দেন মাশরাফি, ‘আপনাদের একটি সুখবর দিতে চাই ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রাণ বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান আতিকুর রহমান বলেন, ‘বিশুদ্ধ পানির অভাবে বন্যাদুর্গতরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাদের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন।’

এছাড়াও অনুষ্ঠানে তিনি জনসাধারণকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।