বাংলাদেশ সফর নিয়ে যা বলল ইসিবি


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৬ আগস্ট ২০১৬

অনেক বড় দুঃশ্চিন্তায় ছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)! আগামী মাসে ইংল্যান্ড দল আসার কথা। কিন্তু গুলশান হামলার পর নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাঠিয়েছিল পর্যবেক্ষক দলও। তাদের রিপোর্ট খুব একটা ভালো ছিল না বলে প্রথমে জানা গেছে। যে কারণে খেলোয়াড়দের ওপর ছেড়ে দেয়া হয় সিদ্ধান্তের ব্যাপারটি। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ ক্রিকেটকে সুসংবাদ দিয়েছে ইসিবি।

পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। এমন তথ্যই ইসিবি তাদের টুইটার পেজে লিখেছে এভাবে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে ইংল্যান্ডের বাংলাদেশ সফর পরিকল্পনা অনুযায়ীই সামনে এগোবে। পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে।’

তবে নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণ এখনই শেষ হয়ে যায়নি ইংল্যান্ডের। তা চলবে সিরিজের শেষ পর্যন্ত। ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘বাংলাদেশের ইংল্যান্ড সফর পরিকল্পনা অনুযায়ী এগোবে। খেলোয়াড় ও ব্যবস্থাপনা দলের নিরাপত্তা সবার আগে। এটাই প্রধান বিষয়। আমরা ঝুঁকির বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পেয়েছি। বর্তমান অবস্থা ও নিরাপত্তার প্রতিশ্রুতি সম্পর্কে জানানো হয়েছে। আমাদের যে পরামর্শ ও সমর্থন দেওয়া হয়েছে তাতে ইসিবি ও পিসিএর পূর্ণ আস্থা আছে। তবে আমরা সিরিজের শেষ পর্যন্ত আমাদের পরিস্থতি পর্যবেক্ষণ চালিয়ে যাব।’

ইংলিশ খেলোয়াড়দের জোর করে আনা হচ্ছে না বাংলাদেশে। তাদের মতকে প্রধান্য দিয়েই সফরের বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। খেলোয়াড়রা নিরাপত্তার বিষয়টির নিশ্চয়তা চেয়েছেন। গ্রীষ্ম মৌসুমের আন্তর্জাতিক ম্যাচগুলো হলেই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করবে ইংল্যান্ড। স্ট্রাউসের ভাষ্যে,  ‘আমরা খেলোয়াড় ও ব্যবস্থাপনা দলের সাথে একটি উন্মুক্ত আলোচনা করেছি। তারা অনেক প্রশ্ন করেছেন। তারা নিশ্চয়তা চাইছেন, এটা আমরা অনুধাবন করেছি। তাই আমরাও চাইব পুরো বিষয়টাই তাদের সামনে পরিষ্কার রাখতে। গ্রীষ্মের আন্তর্জাতিক ম্যাচগুলোর পরই বাংলাদেশ সফরের দল ঘোষণা করা হবে।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।