রামপুরায় বন্দুকযুদ্ধে নিহত ২
রাজধানীর রামপুরার বনশ্রীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, রাত আড়াইটার দিকে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে র্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` অজ্ঞাত ওই দুই যুবক গুলিবিদ্ধ হন।
রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
বিএ