বাংলাদেশে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম না: নাসের


প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৬ আগস্ট ২০১৬

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক প্রতিবেদনে এ কথা জানায়। তবে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কখনো উদ্বিগ্ন ছিলেন না বলে জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইন।

চলতি বছরের ১ জুলাইন গুলশানে হামলার পর টনক নড়েছে গোটা বিশ্বের। ইংল্যান্ড দলও বাংলাদেশে আসবে কি না, তা নিয়ে দোটানায় ছিল। সেই জট খুলে গেছে। তবে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তার বিষয়টিতে নজর দিতে হবে স্বাগতিকদের।

সাবেক ইংলিশ তারকা নাসের হুসাইনেদের ভাষায়,  ‘পাকিস্তান ও বাংলাদেশে যথেষ্ট সফর করার সৌভাগ্য হয়েছে আমার। ওই সময়ে এখানকার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। কিন্তু বিশ্বটা এখন বদলে গেছে। পরিস্থিতি আগের মতো নেই।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।