আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন দিলশান


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৫ আগস্ট ২০১৬

শ্রীলঙ্কার হয়ে ১৭ বছর প্রতিনিধিত্ব করেছেন তিলকরত্নে দিলশান। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই, এবার আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বললেন লঙ্কান এই ক্রিকেটার। মারকুটে এই ওপেনারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবেন দিলশান। এরপর আর ওয়ানডে খেলবেন না তিনি। আর অসিদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দিলশানের অভিষেক ১৯৯৯ সালের নভেম্বরে, টেস্ট ক্রিকেট দিয়ে। এরপর ৮৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪০.৯৮ গড়ে করেছেন ৫৪৯২ রান। যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটি।

ওয়ানডে খেলেছেন ৩৯২টি। ৩৯.২৬ গড়ে নামের পাশে যোগ করেছেন ১০ হাজার ২৪২ রান। ৪৭টি ফিফটির পাশাপাশি ২২টি সেঞ্চুরি রয়েছে একদিনের ক্রিকেটে। ৭৮টি টি-টোয়েন্টি খেলে করেছেন ১৮৮৪ রান।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।