ব্যাংকের সুশাসন বাড়াতে ‘সতর্কতা’ যাচ্ছে
বাণিজ্যিক ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারাদের আরো বেশি তৎপর হতে নির্দেশ যাচ্ছে। কোন ভাবেই ব্যাংকিং খাতে অনিয়ম বা দুর্নীতিকে আশ্রয় দেওয়া হবে না। এজন্য পরিদর্শন কার্যক্রম জোড়দার করতে কঠোর ভাবে নির্দেশ দেওয়া হবে রোববার।
জানা গেছে, এমন কঠোর নির্দেশনা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপকদের কাছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বার্তা জানিয়ে দেওয়া হবে। জিএমরা কেন্দ্রীয় ব্যাংকের বিভাগের দায়িত্বে থাকেন।
এজন্য ২৫ জানুয়ারি রোববার বসছে মহাব্যবস্থাপক (জিএম) কনফারেন্স। এদিন সকাল ১০টায় গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিক ভাবে কনফারেন্সের উদ্বোধন করবেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান শনিবার জাগো নিউজকে বলেন, দিনব্যাপী সম্মেলনে গভর্নরসহ উর্ধ্বতনরা তাদের অবস্থান ও নির্দেশনা জিএমদের জানিয়ে দিবেন। গভর্নর তার বার্তা দিয়ে দেবেন।
তিনি আরো বলেন, ইতোপূর্বে আমাদের নেওয়া কার্যক্রম মূল্যয়ন করা হবে, ভবিষ্যতের জন্য করনীয় কি সেটিও বলা হবে।
আসাদুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি আশ্রয় দেবে না। এখানে জিরো টলারেন্স।
এসএ/আরএস