শেষ ম্যাচে বাংলাদেশের জয়


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের জয়ে হকি ওয়ার্ল্ড লিগের ষষ্ঠ স্থান নিশ্চিত করলো বাংলাদেশ। রোববার ইউক্রেনের বিপক্ষে প্লে-অফ ম্যাচে জয় পেলে আট জাতির আসর থেকে পঞ্চম স্থান নিয়ে ফেরার সান্ত্বনা পাবে লাল-সবুজরা।

খেলার ১৩ মিনিটে ফরহাদ আহমেদ শিটুল গোল করলে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসান যুবায়ের নিলয়। ৩৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মঈনুল ইসলাম কৌশিক।

ওমানের কাছে হারের প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা কুমার গতকাল বলেন, দেশটি আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ওমান দলটি নিয়ে কাজ করছেন বাংলাদেশের সাবেক সহকারী কোচ অলিভার কার্টজ। ওমানের অনেক খেলোয়াড় ইউরোপীয় লিগে খেলায় তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন এ ধরনের বড় আসরে জয় পেতে বাংলাদেশের আরো বেশি প্রীতি ম্যাচ খেলা উচিত।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।