স্বপ্ন সত্যি হলো : পেলে


প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৩ আগস্ট ২০১৬

পাঁচবার ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে ব্রাজিল। এর মধ্যে তিনবার সেলেকাওদের বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন পেলে। ফুটবলের রাজা বলা হয় তাকে। তবে অলিম্পিকে স্বর্ণ জিততে পারেননি পেলে। শুধু তিনি কেন, রোমারিও-রোনালদো-রিভালদো-রোনালদিনহোর মতো কিংবদন্তিরাও পারেননি এ কীর্তি গড়তে।

অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতিয়েছেন নেইমাররা, যা ইতিহাস হয়ে থাকলো। গোটা ব্রাজিলিয়ানরা এখন গর্বিত। পেলেও রয়েছেন সেই দলে। জানালেন, অবশেষে স্বপ্ন সত্যি হলো। ব্রাজিলিয়ান ফুটবলারদের গলায় স্বর্ণপদক ঝুলছে, এই দৃশ্য দেখার জন্য অপেক্ষায় ছিলেন ৭৫ বছর বয়সী পেলে।

নেইমার-জেসুস-গ্যাবিগোলদের পারফরম্যান্সে খুশি পেলে। তাদের রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন তিনি। স্বপ্ন সত্যি হওয়ার কথাটা পেলে বললেন এভাবে, ‘ব্রাজিল অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতবে, গোটা জীবন ধরে এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে এসেছি আমি। এবার আমার স্বপ্ন সত্যি হলো।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।