বাংলাদেশের বিপক্ষে ফিরতে পারেন বেল


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৩ আগস্ট ২০১৬

খারাপ সময় তো সবারই যায়। ইয়ান বেলের ক্ষেত্রেও ঘটলো এমন ঘটনাই। এক সময় ইংল্যান্ডের টেস্ট দলের অপরিহার্য অংশ ছিলেন তিনি। সেই বেলই কিনা বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন! বাংলাদেশের বিপক্ষে টেস্ট ফরম্যাটে ফিরতে পারেন বেল।

দক্ষিণ আফ্রিকা সফরে ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়েন তিনি। গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বেল। ওই সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি বেল। এরপর ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

টেস্টে ক্রিকেটে বেলের ফেরার পাথেয় টি-টোয়েন্টি! কেননা ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্সনে খুব বেশি ভালো করতে পারেননি বেল। ১৬ ইনিংসে মাত্র একটি সেঞ্চুরি করেছেন। কিন্তু ঘরোয়া টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করেন তিনি। ওয়ারউইকশায়ারের হয়ে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক বেল। ১৪ ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৮৯ রান।
 
ইতোমধ্যে ইয়ান বেলের সাথে দেখা করেছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেয়লিস। তখন টেস্টে ইংল্যান্ড দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন বেল। উপমহাদেশে খেলার অভিজ্ঞতার কারণে বাংলাদেশ সিরিজে দলে সুযোগ পেতে পারেন তিনি।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।