মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ছয় দলের চূড়ান্ত স্কোয়াড


প্রকাশিত: ০৯:১০ এএম, ২৩ আগস্ট ২০১৬

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ’। এর আগে মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট। অর্থাৎ চূড়ান্ত হয়ে গেল কোন দলে কে খেলছেন। জাতীয় দলের সাবেক ছয় অধিনায়কের নেতৃত্বে এদিন দল গঠন করেছে দলগুলো। ১৫ সদস্যের দলে মেন্টর ও অধিনায়কসহ ছয়জন করে ক্রিকেটার আগে থেকে নির্ধারণ করে রাখে আয়োজকরা্। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ৯ জন করে প্লেয়ার দলে ভেরায় দলগুলো।

এ ক্রিকেট কার্নিভালের সুবাদে আবার ব্যাট-বলের যুদ্ধে নামবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।জাতীয় দল, ‘এ’ দল ছাড়াও প্রিমিয়ার লিগে কমপক্ষে পাঁচ মৌসুম খেলেছেন এমন ক্রিকেটার খেলছেন এ টুর্নামেন্টে।

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। সেমিফাইনালও হবে সেখানেই। তবে এর ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে; দিবা-রাত্রিতে ফ্লাড লাইটের আলোয়। যদিও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে ৬ কিংবা ৭ সেপ্টেম্বর মিরপুরে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ফাইনাল।

ছয় দলের চূড়ান্ত স্কোয়াড:

লংকা বাংলা ‘অলস্টারস মাস্টার্স’
রকিবুল হাসান (মেন্টর), সেলিম শাহেদ (অধিনায়ক), হাসিবুল হোসেন শান্ত,  এহসানুল হক সেজান, জাভেদ ওমর বেলিম, তালহা জুবায়ের, আজম ইকবাল, মাসুদুর রহমান মুকুল, আনিসুর রহমান সঞ্জয়, লাভলু রহমান, সৈয়দ আদিল আহমেদ, সোহেল হোসেন পাপ্পু, নিয়াজ মোর্শেদ নাহিদ, বাকি বিল্লাহ হিমেল, ফাহিম মুনতাসির সুমিত ও মাহবুব আনাম।

ইস্পাহানি ‘চট্টগ্রাম মাস্টার্স’
আজহার হোসেন সান্টু (মেন্টর), আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ খান, আফতাব আহমেদ, তৌহিদুল হোসেন শ্যামল, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন মনির, জুবায়ের ইসতিয়াক আহমেদ, ফজলে বারি খান রুবেল, নুরুল আবেদিন নোবেল, আফজাল খান, ফজলে হাসান খান, মীর আক্তার উদ্দিন আহমেদ।                  

কনফিডেন্স গ্রুপ ‘ঢাকা মেট্রা মাস্টার্স’
এএসএম ফারুক (মেন্টর), খালেদ মাহমুদ সুজন (অধিনায়ক), মো: রফিক, নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসু, এ আই এম মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, আনিসুল হাকিম রব্বানী, ইকবাল হোসেন, ইমরান হামিদ পার্থ, মীর জিয়াউদ্দিন আহমেদ, সাব্বির খান শাফিন, তানভির আহমেদ তিমির, আশফাক রহিম।

জেবি গ্রুপ ‘ঢাকা মাস্টার্স’
ইসতিয়াক আহমেদ (মেন্টর), নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), সানোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, সাইফুল ইসলাম খান, মনিরুল ইসলাম তাজ, শাহনেয়াজ কবির শুভ্র, রাশেদুল হক সুমন, সাজ্জাদ কাদির, জাকির হাসান, দিপু রায় চৌধুরী, আনিসুর রহমান, জালাল ইউনুস, আবু হায়দার রিপন।

রেনেঁসা গ্রুপ ‘রাজশাহী মাস্টাস’
শাহনেয়াজ কবির শানু (মেন্টর), খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক), আলমগীর কবির, রফিকুল ইসলাম খান, সাইফুল্লাহ খান জেম, হান্নান সরকার, আবদুল্লাহ খান বিপ্লব, তরিকুল ইসলাম, মোর্শেদ আলী খান সুমন, গাজী আলমগীর, মুশফিকুর রহমান বাবু, জাহাঙ্গীর আলম, শরিফুল হক প্লাবন, উমর শরিফ খান রওনক, আক্তার আহমেদ সিপার।

জেমকম গ্রুপ ‘খুলনা মাস্টার্স’
ওমর খালেদ রুমি (মেন্টর), হাবিবুল বাশার সুমন (অধিনায়ক), মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হাসানুজ্জামান ঝড়ু, মো: সেলিম, জামাল বাবু, মাহমুদুল হাসান রানা, মুরাদ খান, আলী ইমরান রাজন, হারুনুর রশীদ লিটন, শফিউদ্দিন আহমেদ বাবু, তাসরিকুল ইসলাম টোটাম, মো: তৌহিদুল ইসলাম চপল, জিসান হাসিব, মিজানুর রহমান পাটোয়ারী।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।