তিতের ব্রাজিল দল ঘোষণা


প্রকাশিত: ০৩:০১ এএম, ২৩ আগস্ট ২০১৬

বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুটি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন দুঙ্গার পরিবর্তে কোচের দায়িত্ব পাওয়া তিতে। ২৩ সদস্যের এ দলে ব্রাজিলকে অলিম্পিকে প্রথম সোনা এনে দেওয়া ৭ ফুটবলারসহ ডাক পেয়েছেন নতুন আরও চার ফুটবলার।  

জাতীয় দলে দাক পাওয়া নতুন চার ফুটবলার হল গোলরক্ষক ওয়েভারটন, স্ট্রাইকার টাইসন, ডিফেন্ডার ফ্যাগনার ও ডিফেন্সিভ মিডফিল্ডার রাফায়েল কারিয়োকা। তিতের দল থেকে বাদ পড়লেন পিএসজির ডিফেন্ডার থিয়াগো সিলভা, ডেভিড লুইজ এবং উইঙ্গার লুকাস মউরা। এছাড়া এই দলে ঠাঁই মেলেনি চেলসি প্লে মেকার অস্কারেরও।

আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডর ও ৬ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য হলেও তিতে দলটি জমা দিয়েছিলেন আরও ৭দিন আগে। ওই দলটিই শেষ পর্যন্ত এক সপ্তাহ পর এসে ঘোষণা করলেন। তিতে বলেন, ‘মূলতঃ আমার এই তালিকাটি জমা দিতে হয়েছিল সাত দিন আগে। এটা ফিফার নিয়ম। আমিও এই দলটিতে কোন প্রকার পরিবর্তন আনিনি। খেলোয়াড়দের পারফরমেন্সের কারণেও পরিবর্তন আনলাম না। মূলতঃ একটি সেরা দলই দাঁড় করাতে চেয়েছি আমি।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে বর্তমানে ৬ নম্বরে রয়েছে ব্রাজিল। লাতিন থেকে শীর্ষে থাকা চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ।

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন (রোমা), মার্সেলো গ্রোহে (গ্রেমিও), ওয়েভারটন (অ্যাটলেটিকো পারানায়েনসে)

ডিফেন্ডার: দানি আলভেজ (জুভেন্তাস), ফ্যাগনার (করিন্থিয়ান্স), ফেলিপে লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), জিল (শানদং লুনেং), মারকুইনহোস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), জিউলিয়ানো (জেনিত), রাফায়েল ক্যারিয়োকা, (অ্যাটলেটিকো মিনেইরো), পওলিনহো (গুয়াংজু এভারগ্রান্দে), লুকাস লিমা (স্যান্তোস), রেনাতো অগাস্তো (বেইজিং গুয়ান), ফেলিপে কৌতিনহো (লিভারপুল), উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), গাব্রিয়েল বারবোসা (স্যান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), টাইসন (শাখতার দোনেৎস্ক)।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।