অলিম্পিকে ইতিহাস গড়লেন টোকিও মেয়র


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২২ আগস্ট ২০১৬

অলিম্পিক গেমসের নিয়মই হলো, বর্তমান আয়োজক শহরের মেয়র অলিম্পিকের পতাকা তুলে দেবেন পরবর্তী আয়োজক শহরের মেয়রের হাতে। ১২০ বছরে রিও ডি জেনিরো গেমস নিয়ে মোট ৩১টি অলিম্পিক আসর অনুষ্ঠিত হয়ে গেলো। ব্যতিক্রম হয়নি কখনও। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এটা একটা ঐতিহ্য হিসেবেই প্রতিষ্ঠিত হযে গেছে।

২০১২ লন্ডন অলিম্পিকের সমাপনি অনুষ্ঠানে শহরটির মেয়র বরিস জনসনের হাত থেকে অলিম্পিকের পতাকা তুলে নেন রিও ডি জেনিরোর মেয়র এডুয়ার্ডো পায়েস। চার বছর সেই পতাকার বাহক ছিল ব্রাজিল। এবার রিও ডি জেনিরো গেমসের সমাপনি অনুষ্ঠানে সেই পতাকাটা তুলে দেয়া হলো পরবর্তী আয়োজক টোকির মেয়রের হাতে।

এ জায়গাতেই একটি ইতিহাস গড়ে ফেললেন টোকিও মেয়র ইওরিকো কোইকে। এই প্রথম কোন নারী গেমসের আয়োজক শহরের মেয়র হিসেবে অলিম্পিক পতাকা গ্রহণ করলেন। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোন নারী অলিম্পিক গেমস আয়োজনে নেতৃত্ব দেবেন। নারীর ক্ষমতায়নে এটাও একটা মাইলফলক হিসেবে উপস্থাপিত হয়ে থাকবে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।