অলিম্পিকের চূড়ান্ত পদক তালিকা


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২২ আগস্ট ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য দিয়েই এবার শেষ হলো রিও অলিম্পিক গেমস-২০১৬। ৪৬টি সোনাসহ মোট ১২১টি পদক জিতে সবার সেরা হিসেবেই গেমস শেষ করলো দেশটির অ্যাথলেটরা। ৪৬টি সোনার সঙ্গে ৩৭টি রৌপ্য এবং ৩৮টি ব্রোঞ্জ পদক জিতেছে তারা।

২০১২ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত অলিম্পিকে তৃতীয় হলেও এবার গ্রেট ব্রিটেন হয়েছে দ্বিতীয়। ২৭টি স্বর্ণ পদক জিতেছে ব্রিটিশ অ্যাথলেটরা। সঙ্গে ২৩টি রৌপ্য এবং ১৭টি ব্রোঞ্জসহ তাদের মোট পদক ৬৭টি।

বেইজিং অলিম্পিকে প্রথম, ২০১২ লন্ডন অলিম্পিকে চীন হয়েছিল দ্বিতীয়। এবার তারা হলো তৃতীয়। মোট সোনার সংখ্যা ২৬টি। ১৮টি রৌপ্য এবং ২৬টি ব্রোঞ্জসহ তাদের পদক সংখ্যা ৭০টি।

নিষেধাজ্ঞার কারণে অ্যাথলেটিক্সের কোন প্রতিযোগিই পাঠাতে পারেনি রাশিয়া। তবুও ১৯টি স্বর্ণসহ ১৮টি রৌপ্য এবং ১৯টি ব্রোঞ্জ মিলিয়ে সর্বমোট ৫৬ পদক জিতে তারা হয়েছে চতুর্থ। ১৭টি স্বর্ণ জিতে পঞ্চম হলো জার্মানি। মোট পদকের সংখ্যা ৪২টি। এশিয়ার দেশ জাপান ১২টি স্বর্ণ নিয়ে হয়েছে ৬ষ্ঠ।

রিও অলিম্পিকে শেষ পর্যন্ত ৫৯টি দেশ জিতেছে স্বর্ণ পদক। সর্বমোট পদকজয়ী দেশ ৮৭ টি।

রিও অলিম্পিকের চূড়ান্ত পদক তালিকা     
                              

ক্রমিক

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

যুক্তরাষ্ট্র

৪৬

৩৭

৩৮

১২১

গ্রেট ব্রিটেন

২৭

২৩

১৭

৬৭

চীন

২৬

১৮

২৬

৭০

রাশিয়া

১৯

১৮

১৯

৫৬

জার্মানি

১৭

১০

১৫

৪২

জাপান

১২

২১

৪১

ফ্রান্স

১০

১৮

১৪

৪২

দক্ষিণ কোরিয়া

২১

ইতালি

১২

২৮

১০

অস্ট্রেলিয়া

১১

১০

২৯

১১

নেদারল্যান্ডস

১৯

১২

হাঙ্গেরি

১৫

১৩

ব্রাজিল (স্বাগতিক)

১৯

১৪

স্পেন

১৭

১৫

কেনিয়া

১৩

১৬

জ্যামাইকা

১১

১৭

ক্রোয়েশিয়া

১০

১৮

কিউবা

১১

১৯

নিউজিল্যান্ড

১৮

২০

কানাডা

১৫

২২

২১

উজবেকিস্তান

১৩

২২

কাজাখস্তান

১৭

২৩

কলম্বিয়া

২৪

সুইজারল্যান্ড

২৫

ইরান

২৬

গ্রিস

২৭

আর্জেন্টিনা

২৮

ডেনমার্ক

১৫

২৯

সুইডেন

১১

৩০

দক্ষিণ আফ্রিকা

১০

৩১

ইউক্রেন

১১

৩২

সার্বিয়া

৩৩

পোল্যান্ড

১১

৩৪

উত্তর কোরিয়া

৩৫

বেলজিয়াম

৩৬

থাইল্যান্ড

৩৭

স্লোভাকিয়া

৩৮

জর্জিয়া

৩৯

আজারবাইজান

১০

১৮

৪০

বেলারুশ

৪১

তুরস্ক

৪২

আর্মেনিয়া

৪৩

চেক রিপাবলিক

১০

৪৪

ইথিওপিয়া

৪৫

স্লোভেনিয়া

৪৬

ইন্দোনেশিয়া

৪৭

রোমানিয়া

৪৮

বাহরাইন

৪৯

ভিয়েতনাম

৫০

তাইনিজ তাইপে

৫১

বাহামাস

৫২

আইভরি কোস্ট

৫৩

অলিম্পিক দল

৫৪

ফিজি

৫৫

জর্ডান

৫৬

কসোভো

৫৭

পুয়ের্তো রিকো

৫৮

সিঙ্গাপুর

৫৯

তাজিকিস্তান

৬০

মালয়েশিয়া

৬১

মেক্সিকো

৬২

আলজেরিয়া

৬৩

আয়ারল্যান্ড

৬৪

লিথুনিয়া

৬৫

বুলগেরিয়া

৬৬

ভেনেজুয়েলা

৬৭

ভারত

৬৮

মঙ্গোলিয়া

৬৯

বুরুন্ডি

৭০

গ্রানাডা

৭১

নাইজার

৭২

ফিলিপাইন

৭৩

কাতার

৭৪

নরওয়ে

৭৫

মিসর

৭৬

তিউনিশিয়া

৭৭

ইজরায়েল

৭৮

অস্ট্রিয়া

৭৯

ডোমিনিকান রিপাবলিক

৮০

এস্তোনিয়া

৮১

ফিনল্যান্ড

৮২

মরক্কো

৮৩

মালদোভা

৮৪

নাইজেরিয়া

৮৫

পর্তুগাল

৮৬

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

৮৭

সংযুক্ত আরব আমিরাত

সর্বমোট

(৮৭ টি দেশ)

৩০৭

৩০৭

৩৬০

৯৭৪


আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।