ইংল্যান্ড মোস্তাফিজের জন্য ‘অপয়া’


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২২ আগস্ট ২০১৬

ক্রিকেট ক্যারিয়ারে দুইবার ইংল্যান্ডে যান বাংলাদেশের বিস্ময়বালক মোস্তাফিজুর রহমান। দুইবারই ফিরেছেন ইনজুরি নিয়ে। তাই ইংল্যান্ডকে অপয়া বলতেই পারেন কাটার মাস্টার। তবে সরাসরি না বললেও তেমন ইঙ্গিতই দিলেন দেশসেরা এ পেসার।

সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে গত ২০ জুলাই লন্ডনে যান মোস্তাফিজ। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ওয়ানডে ম্যাচে নামার আগের দিন অনুশীলনে হঠাৎ ইনজুরিতে পড়েন তিনি। আর তাতে ছুরিকাঁচির নিচেই যেতে হয় তাকে।

এর আগে ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ। প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ ওভারে ১৫ দিয়ে থাকেন উইকেটশূন্য। তবে ব্যাট হাতে ১১ রান করেছিলেন তিনি। তবে সে ম্যাচেই ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছিল তাকে।

ক্যারিয়ারের দু’বার ইংল্যান্ডে গিয়ে দু’বারই ইনজুরি নিয়ে ফেরায় আক্ষেপ ঝরলো মোস্তাফিজের কণ্ঠে, ‘এবার নিয়ে আমি দুইবার ইংল্যান্ড গেলাম। অনূর্ধ্ব -১৯ দলের হয়ে এর আগে যাওয়া হয়েছে, তখনও ইনজুরিতে পড়েছিলাম। আর এবার কাউন্টি খেলতে গিয়েও ইনজুরিতে পরলাম। দু’বারের কোনো বারই ভালো যায় নাই। সামনে ভালো যাবে কিনা জানি না, উপর আল্লাহর ইচ্ছা।’

আরটি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।