বেল জাদুতে রিয়ালের জয়


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২২ আগস্ট ২০১৬

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারেননি করিম বেনজেমা ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে কী? তাদের অভাব মোটেই বুঝতে দিলেন না গ্যারেথ বেল। রোববার রাতে ওয়েলসম্যানের অসাধারণ নৈপুণ্যে সোসিয়েদাদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। আর তাতে জয় দিয়েই লা লিগা মিশন শুরু হলো জিনেদিন জিদানের দলের।

প্রতিপক্ষের মাঠ হলেও রিয়াল খেলেছে রিয়ালের মতোই। বলতে গেলে দ্বিতীয় একাদশ নিয়েও ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেছে লস ব্লাঙ্কসরা। খেলার মাঠে গড়ানোর দুই মিনিটের মাথায় রিয়ালকে লিড এনে দেন গ্যারেথ বেল। দানিয়েল কারভাহালের উড়িয়ে দেয়া বলটি দুর্দান্ত এক হেডে সোসিয়েদাদের জালে প্রবেশ করান তিনি।

খেলার ৪০তম মিনিটে মার্কো আসেনসিওর লক্ষ্যভেদে রিয়ালের গোল ব্যবধান দ্বিগুণ হয়। আর ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিট) সোসিয়েদাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বেল। এতে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।