অলিম্পিকের পদক তালিকা


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২১ আগস্ট ২০১৬

শুরু থেকেই ছিল মার্কিন আধিপত্য। শেষ পর্যন্ত আর কেই পারেনি তাদের পেছনে ফেলতে। অর্থাৎ বরাবরের মতই পদক তালিকায় আধিপত্য ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাথলেটদের গলায় শেষ দিনের আগের দিন পর্যন্ত স্বর্ণপদক উঠেছে ৪৩টি। ৩৭টি রৌপ্য এবং ৩৬টি ব্রোঞ্জসহ মোট পদক সংখ্যা ১১৬টি।

দ্বিতীয় স্থানও ধরে রেখেছে গ্রেট ব্রিটেন। ২৭টি স্বর্ণ জিতেছে দেশটির অ্যাথলেটরা। ২২টি রৌপ্যের সঙ্গে তাদের রয়েছে আবার ১৭টি ব্রোঞ্জ পদক। মোট ৬৬টি পদক। ২৬টি স্বর্ণ নিয়ে তৃতীয় স্থানে চীন। রাশিয়া ১৭টি স্বর্ণ নিয়ে চতুর্থ স্থানে। ১৭টি স্বর্ণ জিতেছে জার্মানিও। জাপান জিতেছে ১২টি স্বর্ণ।

এখনও পর্যন্ত ৫৯টি দেশ জিতেছে স্বর্ণপদক। মোট পদক জিতেছে ৮৬টি দেশের অ্যাথলেট। আগামীকালই শেষ হয়ে যাচ্ছে অলিম্পিকের ৩১তম আসর।


                                               রিও অলিম্পিকের পদক তালিকা
                                              

ক্রমিক

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

যুক্তরাষ্ট্র

৪৩

৩৭

৩৬

১১৬

গ্রেট ব্রিটেন

২৭

২২

১৭

৬৬

চীন

২৬

১৮

২৪

৬৮

রাশিয়া

১৭

১৭

১৮

৫২

জার্মানি

১৭

১০

১৪

৪১

জাপান

১২

২১

৪১

ফ্রান্স

১৭

১৪

৪০

দক্ষিণ কোরিয়া

২১

অস্ট্রেলিয়া

১১

১০

২৯

১০

ইতালি

১১

২৬

১১

নেদারল্যান্ডস

১৮

১২

হাঙ্গেরি

১৫

১৩

স্পেন

১৪

১৪

ব্রাজিল (স্বাগতিক)

১৮

১৫

জ্যামাইকা

১১

১৬

কেনিয়া

১২

১৭

ক্রোয়েশিয়া

১৮

কিউবা

১১

১৯

নিউজিল্যান্ড

১৮

২০

কানাডা

১৫

২২

২১

কাজাখস্তান

১৫

২২

কলম্বিয়া

২৩

ইরান

২৪

গ্রিস

২৫

আর্জেন্টিনা

২৬

সুইডেন

১১

২৭

দক্ষিণ আফ্রিকা

১০

২৮

ইউক্রেন

১১

২৯

পোল্যান্ড

১১

৩০

উত্তর কোরিয়া

৩১

সার্বিয়া

৩২

উজবেকিস্তান

৩৩

বেলজিয়াম

৩৪

সুইজারল্যান্ড

৩৫

থাইল্যান্ড

৩৬

স্লোভাকিয়া

৩৭

জর্জিয়া

৩৮

ডেনমার্ক

১৪

৩৯

আজারবাইজান

১০

১৫

৪০

বেলারুশ

৪১

তুরস্ক

৪২

আর্মেনিয়া

৪৩

ইথিওপিয়া

৪৪

স্লোভেনিয়া

৪৫

ইন্দোনেশিয়া

৪৬

চেক রিপাবলিক

৪৭

রোমানিয়া

৪৮

বাহরাইন

৪৯

ভিয়েতনাম

৫০

তাইনিজ তাইপে

৫১

বাহামাস

৫২

আইভরি কোস্ট

৫৩

অলিম্পিক দল

৫৪

ফিজি

৫৫

জর্ডান

৫৬

কসোভো

৫৭

পুয়ের্তো রিকো

৫৮

সিঙ্গাপুর

৫৯

তাজিকিস্তান

৬০

মালয়েশিয়া

৬১

মেক্সিকো

৬২

আলজেরিয়া

৬৩

আয়ারল্যান্ড

৬৪

লিথুনিয়া

৬৫

বুলগেরিয়া

৬৬

ভারত

৬৭

মঙ্গোলিয়া

৬৮

ভেনেজুয়েলা

৬৯

বুরুন্ডি

৭০

গ্রানাডা

৭১

নাইজার

৭২

ফিলিপাইন

৭৩

কাতার

৭৪

নরওয়ে

৭৫

মিসর

৭৬

তিউনিশিয়া

৭৭

ইজরায়েল

৭৮

অস্ট্রিয়া

৭৯

ডোমিনিকান রিপাবলিক

৮০

এস্তোনিয়া

৮১

ফিনল্যান্ড

৮২

মরক্কো

৮৩

নাইজেরিয়া

৮৪

পর্তুগাল

৮৫

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

৮৬

সংযুক্ত আরব আমিরাত

সর্বমোট

(৮৬ টি দেশ)

২৯৫

২৯৫

৩৪২

৯৩২


আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।