সুয়ারেজের চোখে মেসি একটা পশু!


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২১ আগস্ট ২০১৬

বিশ্ব ফুটবলে লিওনেল মেসির উত্থান বার্সেলোনায়। এই ক্লাবে থেকেই পাঁচবার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে অনেক শিরোপাও জিতেছেন মেসি। আর্জেন্টাইন ফুটবলারে সওয়ার হচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তিনি আক্রমণভাগে থাকলে প্রতিপক্ষ যে আতঙ্কে থাকে, এতে সন্দেহ নেই কারোরই।

পাঁচবারের বর্ষসেরা মেসি বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। অনেকের দৃষ্টিতে, তিনি সবার সেরা। নৃশংসভাবে প্রতিপক্ষের ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়েন মেসি, তাতে প্রতিপক্ষের দৃষ্টিতে হিংস্র দানব। সতীর্থ লুইস সুয়ারেজের চোখেও মেসি একটা পশু! কারণ, প্রতিপক্ষকে ঘায়েল করতেই মুখিয়ে থাকেন আর্জেন্টাইন তারকা।

শনিবার রাতে রিয়াল বেটিসকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। জোড়া গোল করেছেন মেসি। এর আগে ম্যাচের ৬ মিনিটে গোলমুখ উন্মোচন করেছেন আরদা তুরান। বড় জয় দিয়েই নতুন মৌসুম শুরু করলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচটিতে মেসির খুনে মেজাজ দেখে সুয়ারেজ বলেন, ‘লিওনেল মেসি নিজের মতো করেই মৌসুম শুরু করেছে। সে বিশ্বসেরা। বেটিসের বিপক্ষে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে, মেসি যেন একটা পশু!’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।