জীবনের সেরা অর্জন: নেইমার


প্রকাশিত: ১০:৩০ এএম, ২১ আগস্ট ২০১৬

নিজেকে সপে দিয়েছেন নেইমার। ‘কোণঠাসা’ ব্রাজিলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রতিশোধের ম্যাচে জ্বলে উঠেছেন তিনি। তার গোলে লিড পেয়েছিল ব্রাজিল। পরে টাইব্রেকারে জয়সূচক গোল করে ব্রাজিলকে এনে দেন অলিম্পিক ফুটবলে প্রথম সোনা।

এতে ভীষণ খুশি নেইমার। জানালেন, এর আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে সমালোচনার জবাবটাও দিয়ে ফেলেছেন বার্সা ফরোয়ার্ড। আপাতত ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পালন করতে চান না ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।    

মারাকানায় রিও অলিম্পিকের ফুটবল ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতেছে ব্রাজিল। নেইমারে ভাস্বর সেলেকাওরা। প্রত্যাশা মতোই পাফরর্ম করেছেন সদ্য বিদায়ী অধিনায়ক। সোনা জয়ের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে নেইমার বলেন, ‘এটা আমার জীবনের সেরা অর্জন। কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি।’

ব্রাজিলকে সোনা এনে দেয়ার আনন্দের পরও নেইমার ভুলে যাননি সমালোচকদের কথা। মাঠেই তাদের জবাবটা দিয়েছেন তিনি। সে কথাই বোঝানোর চেষ্টা করলেন নেইমার। বলেন, ‘এখন তারাই (সমালোচকরা) সমালোচনার জবাব পাবেন, যা তারা আমাকে বলেছিলেন।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।