ব্রাজিলের অধরা স্বপ্ন পূরণ করলো নেইমার


প্রকাশিত: ১১:৫২ পিএম, ২০ আগস্ট ২০১৬

মারাকানায় রিও অলিম্পিকের ফুটবল ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতলো ব্রাজিল। ​রোনালদো, রিভালদো, রোমারিও, বেবেতো ব্রাজিল ফুটবলে যে গৌরবের অংশ হতে পারেননি, সেখানে সফল হলেন নেইমার।

টাইব্রেকারের শেষ শটটি গোলে পরিণত করেন নেইমার। আর এতেই উল্লাসে ফেটে পড়ে চারদিক। ব্রাজিলের অধরা অলিম্পিক-স্বপ্ন পূরণের অনন্য সারথি হয়ে থাকলেন নেইমার।

এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিলকে অসাধারণ এক ফ্রিকিকের গোলে এগিয়ে দিয়েছিলেন নেইমার। ৬০ মিনিটের মাথায় জার্মান অধিনায়ক ম্যাক্সিমিলিয়ান মেয়ারের গোলে সমতায় ফেরেন জার্মানি। এর পর কোনো দলই গোলের দেখা পাননি। নির্ধারিত খেলা শেষে অতিরিক্ত সময়েও ১-১ গোলে সমতায় থাকতে হয় দু`দলের। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুর্ভাগ্যের হাতে বন্দী হয়ে যায় জার্মানি। অন্যদিকে, সকল শঙ্কা উড়িয়ে দিয়ে অলিম্পিকে ফুটবলে সোনার দেখা পান ব্রাজিল।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।