মাশরাফিদের পেস বোলিং কোচ নিয়ে সংশয়!


প্রকাশিত: ০২:১৫ পিএম, ২০ আগস্ট ২০১৬

আকিব জাভেদ, চামিন্দা ভাস, কার্টলি অ্যামব্রোস, কুর্টনি ওয়ালশ, অ্যালান ডোনাল্ড, চাম্পাকা রামানায়েকা একেকবার একেক জনের নাম শোনা যাচ্ছে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সপ্তাহ দুয়েক আগে জানিয়ে রেখেছেন, নিয়োগ প্রক্রিয়া একরকম চূড়ান্ত। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই পেস বোলিং কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

কিন্তু ভিতরের খবর নাকি ভিন্ন! বোর্ডের উচ্চ পর্যায়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০ আগষ্ট (শনিবার) পর্যন্ত কারো সঙ্গেই কথা বার্তা চূড়ান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষ কর্তার দাবি, `বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যের ধোয়াশা ! আমরা কেউ জানি না, বোলিং কোচ কে হচ্ছেন? শুধু এতটুকু জানি পাপন ভাই ( বোর্ড প্রধান নাজমুল হাসান) সব চূড়ান্ত করবেন। তিনিই যা করার করছেন। বিদেশি কোচের সঙ্গে কথা বলা ও রফা করার সব দায়িত্ব তিনিই নিয়েছেন।`

তবে ঐ সূত্রের সংশয় এখন পর্যন্ত নাকি নিয়োগ প্রক্রিয়া তেমন অগ্রসর হয়নি। তাই তার মুখে একথা, `মনে হয় না পাপন ভাই কাউকে চূড়ান্ত করতে পেরেছেন। এখন পর্যন্ত কারো সঙ্গেই নাকি পাকা কথা বার্তাও হয়নি।`

এআরবি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।