সুইডেনকে হারিয়ে নারী ফুটবলে সোনা জার্মানির


প্রকাশিত: ০৪:২৩ এএম, ২০ আগস্ট ২০১৬

এক ফাইনালে সোনার লড়াইয়ে আজ মাঠে নামছে জার্মানি। তবে তার আগেই জার্মানির আরেকটি ফুটবল দল সোনা জিতে ফেলেছে গতকাল রাতে। নারী ফুটবলের ফাইনালে সুইডেনকে হারিয়ে সোনার পদক গলায় ঝুলিয়েছে জার্মান নারী ফুটবলাররা।

রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শুক্রবার রাতে মাঠে গড়ায় নারী ফুটবলের সোনার পদকের লড়াই ম্যাচটি। স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে ফাইনালে ওঠা সুইডেনকে ২-১ গোলে হারায় জার্মানির মেয়েরা। এই প্রথমবারেরমত অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতলো জার্মানরা।

খেলা প্রথমার্ধ ছিল নিষ্প্রান। কেউ কারো জালে বল জড়াতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে জার্মানদের ভাগ্যকে ভালোই বলতে হবে। কারণ, আত্মঘাতি গোলেই সোনার পদক উঠেছে তাদের গলায়।

জেনিফার মারুজেনের গোলে এগিয়ে গিয়েছিল প্রথমে জার্মান নারীরা। ৪৮তম মিনিটের লিডকে ৬২তম মিনিটে এসে আরও এক ধাপ এগিয়ে দেয় সুইডেনের লিন্ডা সেমব্রান্ট। তার আত্মঘাতি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান নারীরা।

এর ৫ মিনিট পর ৬৭ তম মিনিটে স্টিনা ব্লাকেস্টেনিয়াস গোল করে সুইডেনের পক্ষে ব্যবধান কমালেও পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত সোনালি হাসি শোভা পেলো জার্মানদের মুখেই।

এর আগে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে কানাডার কাছে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক ব্রাজিলের নারী ফুটবলাররা। এরই মধ্য দিয়ে নারী ফুটবলে পদক জয়ের স্বপ্ন শেষ হলো ব্রাজিলের।

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।