ব্রাজিলকে জার্মানি কোচের হুমকি


প্রকাশিত: ১১:০৮ এএম, ১৯ আগস্ট ২০১৬

রিও অলিম্পিকের শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে জার্মানি। প্রতিপক্ষের জালে এ পর্যন্ত ২১টি গোল করে জায়গা করে নিয়েছে ফাইনালে। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারের ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটায়।  

প্রথম দুই ম্যাচে নিজের ছায়া হয়ে থাকলেও পরের ম্যাচ গুলোতে জ্বলে ওঠে দলে ঠিকই ফাইনালে তুলেছে নেইমার। তবে নেইমারকে নিয়ে চিন্তিত নন জার্মানি কোচ।বরং ফাইনালে ব্রাজিলকেই হুমকি দিয়ে রাখছেন জার্মানিকে থামানোর কথা ভাবতে।

নেইমারকে কীভাবে সামলানো এমন এক প্রশ্নের জবাবে জার্মান কোচ বলেন, `আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, নেইমারের বিপক্ষে নয়। আমাদের ফরোয়ার্ডরা ২১টি গোল করেছে, তাই প্রশ্নটা হচ্ছে, ব্রাজিল আমাদের কিভাবে থামাবে। আর ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলার ধরনে কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়ে দেন হোস্ট।`

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।