বাংলাদেশ সরকার যথেষ্ট সহায়তা করছে


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৯ আগস্ট ২০১৬

অক্টোবরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা, সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও টিম হোটেলসহ অন্যান্য সুযোগ-সুবিধাদি পরিদর্শন করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের পর্যবেক্ষক দল।
 
এই দলে ছিলেন- ইসিবির ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার, ইসিবির নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন, পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল।
 
শুক্রবার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে জন কার সাংবাদিকদের বলেন,  ইংল্যান্ড ক্রিকেট দল যেকোনো দেশে যাওয়ার আগে ইসিবির প্রতিনিধি দল এ রকম রুটিন সফরে যায়, সেই দেশের সুযোগ-সুবিধা নিরাপত্তা পর্যবেক্ষণ করে।
 
তিনি আরো বলেন, এখানকার হোটেল, মাঠ, নিরাপত্তাসহ সব সুযোগ-সুবিধা দেখবো। নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলাপ করবো। এরপর দেশে ফিরে রিপোর্ট প্রদানের পর বাংলাদেশ সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
 
বিসিবি ও বাংলাদেশ সরকার পর্যবেক্ষক দলকে যথেষ্ট সহায়তা করছেন বলেও জানান তিনি।  

এদিকে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের ব্যাপারে বেশ আশাবাদী বিসিবি।

শুক্রবার পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন বিসিবি সহ-সভাপতি মাহবুবুল আনাম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।

জীবন মুছা/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।