জার্মানিকে ‘৭-১`এর লজ্জায় ডোবানোর হুমকি ব্রাজিলের!


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১৯ আগস্ট ২০১৬

মারাকানা স্টেডিয়ামে দুবছরর আগের দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছে ব্রাজিলকে। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল সেলেকাওরা। আর তাতে অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুঃস্বপ্নের সেই রাত ভুলতে পারেননি নেইমাররা?

২০১৬ সালে ঘরের মাঠে চলছে অলিম্পিকের আসর। ফাইনালে সেই জার্মানিকেই পেল ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে আলোচনায় থাকছে বিশ্বকাপের ৭-১ গোলের হার। মারাকানায় এবার প্রতিশোধের মিশনে নামবে ব্রাজিল। কালো রাতের (বিশ্বকাপ) বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। জার্মানিকে জার্মানিকে ‘৭-১`এর লজ্জায় ডোবানোর হুমকি দিয়ে রাখলো ব্রাজিল!

ব্রাজিলের অলিম্পিক দলের সদস্য সান্তোস যদিও এড়িয়ে গেছেন বিশ্বকাপের ম্যাচের প্রসঙ্গ। তবে জার্মানির বিপক্ষে সেই ফল (৭-১) উল্টো দেয়ার ইঙ্গিত দিলেন তিনি। এর জন্য অবশ্য বিধাতার ইচ্ছাকে সহায় ভাবছেন তিনি। বলেন, ‘আমি এটাকে (ফাইনাল) প্রতিশোধ হিসেবে দেখি না। তবে আমাদের কাছে এটা একটা সুযোগ। সমর্থকরা যে কঠিন হারের কথা বলেন, সেটা উল্টে দেওয়ার একটা সুযোগ হবে এটা। ঈশ্বর চাইলে, আমরা এই স্কোর লাইনটা উল্টে দিতে পারি।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।