রিও অলিম্পিকে রৌপ্য জিতলেন তারকা ক্রিকেটার


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৯ আগস্ট ২০১৬

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে ১৭টি ওয়ানডে ম্যাচে প্রতিনধিত্ব করেছেন সুনেতি ভিলজোয়েন। ১৬.৫০ গড়ে নামের পাশে যোগ করেছেন ১৯৮ রান। সর্বোচ্চ ৫৪*রানের ইনিংস রয়েছে তার। বল হাতে ৫ উইকেট শিকার করছেন তিনি। টেস্ট খেলেছেন একটি, ৪৪.০০ গড়ে করেছেন ৮৮ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৭১।

দক্ষিণ আফ্রিকার নারী দলের তারকা এই ক্রিকেটার চলমান রিও অলিম্পিকে বর্শা নিক্ষেপে রৌপ্য পদক জিতেছেন। এই ইভেন্টে তিনি পরাস্ত হয়েছেন ক্রোয়েশিয়ার সারা কোলাকের কাছে। বর্শা নিক্ষেপ করে ভিলজোয়েন নিয়েছেন ৬৪.৯২ মিটার। আর  কোলাকের দূরত্ব ৬৬.১৮মিটার।

এর নিয়ে ৯টি পদক জিতলেন ভিলজোয়েন। খেলাধুলায় হাতেখড়ি ক্রিকেটে হলেও অ্যাথলেট হিসেবে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। প্রতিভা থাকলে তা বিকশিত হবেই। ছিলেন তারকা ক্রিকেটার, এখন বনে গেলেন অলিম্পিকের তারকা অ্যাথলেট।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।