যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করতে চায়: রাশিয়া


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে শাসন করতে চায়। একই সঙ্গে  ইউক্রেন ইস্যুতে তারা রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে। তবে, যুক্তকরাষ্ট্রের এ প্রচেষ্টা সফল হবে না বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণের একদিন পর রাজধানী মস্কোয় বুধবার এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেন।

ল্যাভরভ বলেন, ওবামার ভাষণ থেকে এ কথা প্রমাণিত যে, তাদের একটাই দর্শন তা হচ্ছে আমরা বিশ্বে এক নম্বর এবং বাকিরা তা মেনে নেবে। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিকে ল্যাভরভ আগ্রাসী ও সেকেলে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিনীদের পুরনো এই ফ্যাশন বর্তমান সময়ের বাস্তবতার চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। রাশিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কার্যকর হবে না এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন রাশিয়া নিজে থেকে বিচ্ছিন্ন হবেও না।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।